সোমবার, মে ২৯, ২০২৩

দেলদুয়ারে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

[print_link]

রাজিব হাসান নিপু, টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুপুরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) সুচি রানী সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোদক, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস প্রতাপ মুকুলসহ অন্যান্যরা।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!