সোমবার, মে ২৯, ২০২৩

মানিকগঞ্জের শিবালয়ে দুই কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি ।

[print_link]
মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড়বোয়ালী কবরস্থান হ‌তে ৬ টি ও উথলী ইউনিয়নের দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে ১‌টি মোট‌ ৭ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রা‌তে এ ঘটনা ঘ‌টে।
ঘটনাটি রাতের যে কোনো সময় ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে । ঢাকা-আরিচা মহাসড়কে পার্শ্বে পাটুরিয়া সংযোগ মোর ও সদর উদ্দিন কলেজ সাথে এ দু স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, উপজেলার বড়বোয়ালী কবরস্থান  থে‌কে  ৬ টি ও দক্ষিণ কাতরাসিন কবরস্থান থেকে  ৬টি  রাতের যে কোনো সময় মোট ১২ টি কবর খোঁড়া হয় এবং কঙ্কাল চুরি করে নেয়া হয়। ধারণা করা হচ্ছে একটা সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে শিবালয় থানার ও‌সি মো: শা‌হিন হোসেন জানান, আমরা এ পযর্ন্ত মোট  ৭ টি কঙ্কাল চু‌রির বিষয় নি‌শ্চিত হ‌তে পে‌ড়ে‌ছে। ঘটনা শোনা মাত্র সেখানে গিয়েছিলাম। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!