

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমলেও ডলারের দাম বাড়ার কারণে এখনই তেলের দাম কমানো সম্ভব না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার সচিবালয়ে কেবিনেট মিটিং শেষে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী আশ্বস্ত করে বলেন, ট্যারিফ কমিশন বিষয়টি দেখছে। খুব শিগগিরই দাম সমন্বয় করা হবে।
জ্বালানী তেলের ক্ষেত্রে দাম বাড়ানোর পরেও প্রতিবেশী দেশের তুলনায় এখন জ্বালানি তেলের দাম এখানে কম।
এসময় মন্ত্রী আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে সেটা তুলনামূলক অনেক বেশি। পরিবহন সেক্টরকে এই বিষয়ে নজরদারি দেয়া উচিত।