সোমবার, মে ২৯, ২০২৩

এফবিআই ভবনে ঢোকার চেষ্টা, পুলিশের গুলিতে অস্ত্রধারী নিহত

[print_link]

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ভবনে অনুপ্রবেশের চেষ্টার পর এক অস্ত্রধারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি নিয়ে তুমুল আলোচনার মধ্যেই এ ঘটনা ঘটল। সন্দেহভাজন ওই হামলাকারী ট্রাম্পের সমর্থক কিনা তা জানতে তদন্ত শুরু করছে এফবিআই। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে ওহাওয়ো অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের ব্যুরো অফিসে ঢোকার চেষ্টা চালান এক অস্ত্রধারী। এসময় অ্যালার্ম বেজে উঠলে এবং এফবিআইয়ের সশস্ত্র এজেন্টরা প্রতিক্রিয়া জানালে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি।

এসময় তার গাড়ি লক্ষ্য করে ধাওয়া দেয় পুলিশ। এক পর্যায়ে গাড়ি থামিয়ে গুলি চালালে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গোলাগুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনে এফবিআইয়ের তল্লাশির পরই এ ঘটনা ঘটল।

ওহাইয়ো হাইওয়ে টহল পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট নাথান ডেনিস বলেন, ওই ব্যক্তি প্রথমে গাড়িতে বের হন, এরপর গুলি করতে থাকে। তখন আমাদের নিরাপত্তা বাহিনীও গুলি চালাতে শুরু করে। আমরা তাকে জীবিত আটকের চেষ্টা করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলাম।

নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। দুই দফায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ ওই ব্যক্তির উদ্দেশ্য কী ছিল, তা নিয়েও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে অসমর্থিত সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস ও এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম রিকি শিফার। তার বয়স ৪২ বছর। তিনি কট্টর রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতেন বলে ধারণা করা হচ্ছে।

হামলাকারী ট্রাম্পের সমর্থক হতে পারে বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। গত বছরের ছয় জানুয়ারি ক্যাপিটল হিলে নারকীয় হামলায় ওই ব্যক্তি জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে এফবিআই। ঘটনার পর এক বিবৃতিতে এফবিআই পরিচালক ক্রিস্টোফার বলেন, অভ্যন্তরীণ সহিংস চরমপন্থা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উল্লেখজনক নিরাপত্তা হুমকি।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!