সোমবার, মে ২৯, ২০২৩

মানিকগঞ্জে নকল স্বর্ণের বারসহ ৩ জন আটক

[print_link]

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জে ৮টি নকল স্বর্ণের বারসহ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাবের জোড়ালো অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো,গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী এলাকার খাঁজা মিয়ার ছেলে মোঃ ফিরোজ মিয়া (৪৪), ঢাকা সাভারের পালপাড়া কুটিবাড়ী (রাজফুলবাড়ী স্ট্যান্ডের নিকটে) এলাকার মোঃ রহিম মিঞার ছেলে মোঃ আব্দুল লতিফ (৩১) এবং ঢাকা জেলার রুপনগর থানার দুয়ারী (বস্তী) এলাকার মৃত কছিমুদ্দিন এলাকার মোঃ বকুল মিঞা (৫৪)। বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!