সোমবার, মে ২৯, ২০২৩

মানিকগঞ্জে হেরোইনসহ ৭ মাদক কারবারিকে আটক

[print_link]

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযানে হেরোইনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার উত্তর কাউন্নারা ও ফুকুরহাটি কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

গ্রেফতাররা হলেন- খোকন চন্দ্র দাস (২৪), সঞ্জয় হালদার (৩৫), মিজানুর সান্ডাল (৩৬), মো. চাঁন মিয়া (৫২), বিজয় দাস (৩১), মো. জহিরুল ইসলাম মিয়া (২৬) ও মো. সোহেল রানা (২৭)।

সোমবার রাত পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়োন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ডিবির এসআই মো. বিল্লাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ডিবির একটি আভিযানিক দল সাটুরিয়া উপজেলার কাউন্নারা এলাকায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ খোকন চন্দ্র দাস, সঞ্জয় হালদার ও মিজানুর সান্ডালকে গ্রেফতার করে। অপর একটি আভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে ৩৮ গ্রাম হেরোইনসহ মো. চাঁন মিয়া, বিজয় দাস, মো. জহিরুল ইসলাম মিয়া এবং মো. সোহেল রানাকে গ্রেফতার করে। এ বিষয়ে সাটুরিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানা তিনি।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!