সোমবার, মে ২৯, ২০২৩

ক্যারিয়ারে নতুন ভাবে পরিচিত করলেন নিজেকে হাসিব হক।

[print_link]

বিনোদন প্রতিনিধি:

প্রায় ৬ বছর ধরে সহকারি পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন হাসিব হক। ক্যারিয়ারের এ দীর্ঘ পথচলায় ২৫ টিরও বেশি টিভি নাটকের সহকারী পরিচালক ছিলেন তিনি। নাটকের পাশাপাশি, টিভি বিজ্ঞাপন, রিয়েলেটি শো, ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের পরিচালনা করেছেন এই নির্মাতা।কিছু দিন আগে তরাইল নামে এক ওয়েব ফিল্ম করেছি ভিন্ন এক গল্প নিয়ে নির্মিত।

ক্যারিয়ারের শুরুটা হয় গুণী নির্মাতা জামাল মল্লিকের পরিচালিত বেশ কিছু নাটক, রিয়েলিটি শো এবং বিজ্ঞাপনে সহকারি পরিচালক হিসেবে। ডিসম্যান, তোমার চোখে আমার সর্বনাশ, প্রবাসী গ্রাম, জনম জনমের সাথী, ব্ল্যাক আউট, ভিডিওম্যান, ভাইজান, হিটম্যান, কুহক কাল, ফরেন বাবুর্চি, দ্যা টেমপেল রান, লাকে লক, ও লাকী ড্র ওয়েব সিরিজ সহ উল্লেখযোগ্য নাটকের সহকারী পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে।

হাসিব হক বলেন, পরিচালক জামাল মল্লিক, আলোক হাসান এবং সহযোগী পরিচালক জারিফ হাসান ফারাবিকে অনেক ধন্যবাদ।তাদের সহযোগীতায় সহকারী পরিচালকের পাশাপাশি আভিনয় করার সুযোগ পেয়েছি। বিশেষ ধন্যবাদ কাজল মজুমদার কে যিনি আমাকে মিডিয়ায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমার খুব কাছের মানুষ গুলো আমাকে নাটক পরিচালনার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। ওনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞ।’

সহকারী পরিচালক হাসিব হক বর্তমানে বেশ কয়েকটি নাটকের কাজে ব্যস্ত সময় পার করছেন। নাটক পরিচালনা ছাড়াও মঞ্চ এবং টিভি নাটকে অভিনয় করতে দেখা যায় তাকে।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!