সোমবার, মে ২৯, ২০২৩

তৈরি হচ্ছেন সাকিব ও মুশফিক!

[print_link]

আসন্ন এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা নিয়ে জল অনেক গড়িয়েছে। অবশেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে অধিনায়ক করে ঘোষণা করা হয় স্কোয়াড। এরপর থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে ভিন্ন চিন্তায় নামে টিম ম্যানেজমেন্ট। কারণ পাওয়ার প্লের ওভারগুলোতে রান তুলতে পারছিল না ব্যাটসম্যানরা।

এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়েছে দুজন ওপেনার। আনামুল হক বিজয়ের সঙ্গে আছেন জুনিয়র টাইগার পারভেজ ইমন। তবে টিম ম্যানেজমেন্টেরে ভাবনায় রয়েছেন মুশফিক-সাকিব। এশিয়া কাপে ওপেনিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে তাদের। এ জন্যই এশিয়া কাপের আগে অভিজ্ঞ দুই ক্রিকেটার নেটে সেই প্রস্তুতিই নিচ্ছেন।

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফর শেষে ক্লান্ত টাইগার ক্রিকেটাররা এখন বিশ্রামে। কোচরাও আছেন ছুটিতে। শুক্রবারের আগে তাই এশিয়া কাপ দলের প্রস্তুতি শুরু হচ্ছে না। তবে সদ্য টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ফিরে পাওয়া সাকিব ব্যস্ত অনুশীলনে। তার সঙ্গে মাঠে ঘাম ঝরাচ্ছেন মুশফিকুর রহিমও।

গত তিনদিনের মত আজ বুধবারও (১৭ আগস্ট) নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাকিব-মুশফিক। সকালে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এসে প্রথমে দীর্ঘক্ষণ ক্যাচিং অনুশীলন করেন তারা। এরপর সেন্ট্রাল উইকেটে গুরু নাজমুল আবেদিন ফাহিমের অধীনে ব্যাটিং অনুশীলন করেন এ দুই সিনিয়র ক্রিকেটার।

ব্যাটিং অর্ডার পরিবর্তনকে ইতিবাচক হিসাবে দেখছেন কোচ নাজমুল আবেদিন। তিনি বলেন, ‘নতুন নতুন শট খেলার চেষ্টা করছেন মুশফিকুর রহিম। আর টেকনিকের ভুলগুলো শুধরে নিচ্ছেন সাকিব। ’

দেশসেরা এই কোচের প্রত্যাশা এশিয়া কাপে ব্যাট হাতে বিধ্বংসী মুশফিক-সাকিবকে দেখবে বিশ্ব।

আগামী ২২-২৩ আগস্ট আরব আমিরাত যাবে টিম বাংলাদেশ। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে অংশ নিবে এবারের আসরে। ৩০ আগস্ট শারাজায় আফগানিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে সাকিবের দল। এরপর ১ সেপ্টেম্বর দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগারদের।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!