বুধবার, মার্চ ২২, ২০২৩

সিংগাইর বলধারা ইউনিয়নে সাঁপের কামড়ে ৯ম শ্রেণীর ছাত্রের মৃত্যু।

[print_link]

মনির হোসেন ময়নাল- সিংগাইর উপজেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের উওর পাড়িল গ্রামে সাব্বির হোসেন (১৭) নামের এক স্কুল ছাত্রের সাঁপের কামড়ে মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০শে আগস্ট) উত্তর পারিল গ্রামের মোঃ মহর আলীর পুত্র সাব্বির হোসেন দুপুর ১.০০ টার দিকে বাড়ির পাশে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে সাঁপের দংশনের শিকার হয়।

পড়ে সাব্বিরের বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে নিয়ে আসে সেখানে ওঝারা ঝারফুক দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলে তার স্বাস্থ্যের অবনতি হলে পরিবারের লোকজন তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে সাঁপের ভ্যাকসিন না থাকার কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন।

ঢাকা নেওয়ার পথে সাব্বিরের মৃত্যু হয়েছে বলে নিশ্চিৎ করেন তার পরিবারের লোকজন।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!