

নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুরে একটি পাসপোর্ট করতে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মানব পাচারকাৃরী চক্রের হোতা আয়েজ উদ্দিনের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের মাধ্যমে জানা গেছে, গত ৬ মার্চ রোববার উপজেলার মৌগাছি ইঐউপির নুড়িয়াক্ষেত্র গ্রামের কৃষক মিজানুর রহমানের স্ত্রী রোকসানাকে আকর্ষনীয় বেতনে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে পাসপোর্ট করতে নগদ একলাখ টাকা ও পাসপোর্ট হওয়ার পর আরো
একলাখ ষাট হাজার টাকা হাতিয়ে নেন মানবপাচারকারী চক্রের হোতা আয়েজ উদ্দিন (৪২)।
তিনি একই ইউপি’র বাটুপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী তার স্ত্রীকে বিদেশে নেওয়ার কথা বললে নানা রকম টালবাহানা শুরু করে প্রতারক আয়েজ। প্রতারকের টালবাহানা বুঝতে পেরে টাকা ফেরত চায় মিজানুর। এসময় প্রতারক আয়েজ কোন টাকা নেয়নি বলে টাকাগুলি অস্বীকার করে এবং মিজানুরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এবিষয়ে ভুক্তভোগী মিজান গত ১৬ আগষ্ট মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি তদন্ত করছেন মোহনপুর থানা পুলিশের এসআই দেবাশীষ নন্দী।
এবিষয়ে ভুক্তভোগী মিজান জানান, আয়েজ উদ্দিন এলাকার বিভিন্ন মহিলাকে বিদেশে পাঠিয়েছেন। তার কথায় ফাদে পড়ে তাকে বিশ্বাস করি। পাসপোর্ট করার সময় নগদ একলাখ টাকা দেই। এরপর পাসপোর্ট হওয়ার পরে গরু বিক্রয় ও এনজিও হতে ঋণ করে নগদ এক লাখ ষাট হাজার টাকা দিয়েছি। আমি তার চালাকি বুঝতে পেরে তার থেকে টাকাগুলি ফেরত চাই সে আমার দেওয়া টাকাগুলি অস্বীকার করে।
এবিষয়ে আয়েজ উদ্দিন মুঠোফোনে বলেন, একটি চক্র আমার ভাল দেখতে না পেরে বিভিন্ন জনকে দিয়ে মামলা করছে। মিজানের থেকে আমি কোন টাকা নেয়নি। সে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। এর আগে এরকম অভিযোগে আমাকে জেলে যেতে হয়েছে। আমি এমাসে কয়েকজনকে বিদেশে পাঠালাম তারপরেও এলাকার বিভিন্ন মানুষ আমার নামে মিথ্যা অভিযোগ করছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
এবিষয়ে মোহনপুর থানা পুলিশের এসআই দেবাশীষ নন্দী বলেন, পাসপোর্ট ও বিদেশে পাঠানো সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।
মোহনপুর থানা কর্মকর্তা ওসি মোহা. তৌহিদুল ইসলাম বলেন, আয়েজ উদ্দিনের নামে এর আগেও অভিযোগ এসেছে। ভুক্তভোগীরা মামলা করায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছিল। আবারও তার বিরুদ্ধে অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত চলছে। দোষী প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।