সোমবার, মে ২৯, ২০২৩

শাহজালালে ৭টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

[print_link]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাতটি স্বর্ণের বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। রোববার বিকালে দুবাইফেরত দোহার একটি ফ্লাইট থেকে মো. নিজাম নামের ওই যাত্রীকে আটক করা হয়। চট্টগ্রামের হাটহাজারির নাঙ্গলমোরা গ্রামের মো. মফিজের ছেলে তিনি।

জানা যায়, বিকাল সোয়া ৫টার দিকে ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করলে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা নিজামকে আটক করে স্বর্ণ থাকার কথা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

পরে গ্রীণ চ্যানেলে তার শরীর তল্লাশী করে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এরপর হাতে বহনকৃত প্লাস্টিকের ব্যাগ থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া লাগেজ স্ক্যানিং করে ১৬ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

এর মধ্যে ছিল ৪টি চুড়ি, ৩টি লকেট ও ৩টি আংটি। স্বর্ণালঙ্কারসহ উদ্ধারকৃত মোট স্বর্ণের পরিমান ৯০৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬৫ লাখ টাকা।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!