

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন লতব্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ব্যবসায়ী মো.কোরবান আলীসহ তার দুই ভাতিজা ।
শনিবার রাত ৮ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের কংসাপুরা এলাকায় এ ঘটনা ঘটে । এই ঘটনায় গতকাল রবিবার দুপুরে ওই ব্যবসায়ী সিরাজদিখান থানায় অভিযোগ দায়ের করেছেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে কংশপুরা এলাকায় মেসার্স কোরবান টের্ডাস নামে দোকান থেকে একই গ্রামের মৃত শাহাবুদ্দিন দেওয়ানের ছেলে মো.শহিদুল দেওয়ান বাকীতে প্রায় ৫০ হাজার টাকার সার ও কীটনাশক ক্রয় করে দেই দিচ্ছি বলে ২বছর যাবৎ টালবাহানা করেন । শনিবার সন্ধ্যায় পাওনাদার ব্যবসায়ী কোরবান আলী টাকা চাইতে গেলে শহিদুল দেওয়ানের সাথে বাকবিতন্ডা হলে শহিদুল দেওয়ান তার লোকবল নিয়ে এসে দোকানে হামলা ভাঙচুর চালায় ও দোকানে লকারে থাকা ৯লক্ষ টাকা লুটপাট করে ।
এ সময় কোরবান আলী ও তার ভাতিজা ইকবাল সরকার (৪২) ও বাবুল সরকার (৩৮) আহত হয় । গুরুতর আহত ইকবাল সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে ।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.সাদ্দাম মোল্লা বলেন,আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে । অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।