

সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
২১ আগস্ট ২০০৪ সালে তৎকালীন চারদলীয় জোট সরকারের নিয়ন্ত্রক তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বঙ্গবন্ধু এভিনিউতে যে ভয়াবহ গ্রেনেড হামলা করা হয়েছিল।
সেই হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা ইমামগঞ্জ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রামীণ ব্যাংক ঢাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন বাংলাদেশ শেখ রাসেল ক্রীড়া চক্রের কেন্দ্রীয় সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর আলম চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহসিন, বাসাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলাম রোমান, বাসায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সালাম মনু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান দুলু, বাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান।