

রাজিব হাসান (নিপু), টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের নাগরপুরে কলেজছাত্র আরিফ হত্যার বিচার ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে নাগরপুর সরকারি কলেজের সামনে এ মানবন্ধন কর্মসূচী পালিত হয়। এর আগে আরিফের মরদেহ কাধে নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। মানববন্ধনে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান কুদরত আলী, নিহত আরিফের বাবা হোসেন মিয়া ও স্বজনরা বক্তব্য রাখেন। এ সময় তারা কলেজছাত্র হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ, টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার ১১ দিন পর কলেজ ছাত্র আরিফ মিয়ার (২১) মরদেহ উদ্ধার করে পুলিশ। আরিফ সরকারি এমএম আলী কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় জড়িত গ্রেফতারকৃত জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।