সোমবার, মে ২৯, ২০২৩

মোহনপুরে মাদক ব্যবসায়ীকে আটক করে ছেড়ে দিল ডিবি পুলিশ

[print_link]

নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে মাদকের জগতে প্রতিষ্ঠিত একটি নাম মাদক সম্রাজ্ঞী রোকেয়া। তার স্বামীর নাম মৃত আব্দুস সাত্তার শেখ। সে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাকে মাদকসহ হাতেনাতে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ডিবি পুলিশের বিরুদ্ধে। যেখানে স্বয়ং পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক প্রতিরোধে ও নির্মুলে রাতদিন অক্লান্ত পরিশ্রম করছেন। খোদ সে দপ্তরের পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ।

সোমবার (২২ আগষ্ট) মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে দুপুরের দিকে জেলা ডিবি ইন্সপেক্টর রুহুল আমিনের নেতৃত্বে মাদকের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় রোকেয়া তার বাড়ির ছাদের উপর গাঁজার পুরিয়া তৈরি করছিল রোকেয়া।এসময় পুরিয়া তৈরীতে সাহায্য করছিল মামলার পলাতক আসামী মোস্তফা শেখ (৩২)। সে উপজেলার খাড়ইল গ্রামের মকবুল শেখের ছেলে। ডিবি’র উপস্থিতি টের পেয়ে সে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ১’শ গ্রাম গাজা’র মামলা দিয়ে পলাতক দেখানো হয়েছে।

এসময় রোকেয়াকে গাজাসহ আটক করলে সে অসুস্থতার ভান করে এবং পুলিশ তাকে ছেড়ে দেয়।
রোকেয়ার পরিবর্তে ছেলে ফিরোজ শেখ(২৭)কে ১’শ গ্রাম গাজা উদ্ধার দেখিয়ে তাকে আটক করা হয়। সে
মাতৃ সুত্রে প্রাপ্ত এক মাদক ব্যবসায়ী।

এদিকে জেলা ডিবি পুলিশের আভিযানিক দল খাড়ইল এলাকা ছাড়ার পর বিপুল অংকের টাকা নিয়ে মাদক ব্যবসায়ী রোকেয়াকে ছেড়ে দিয়েছে বলে খবরটি এলাকায় ব্যাপকভাবে চাওর হয়েছে। মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।

আসামি ফিরোজ শেখকে থানায় হাজির করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, রোকেয়াকে ধরার পর নগদ টাকা নিয়ে অভিযানটি সফল করতে তার পরিবর্তে তার ছেলেকে আটক করেছে বলে জানান। রোকেয়া, তার ছেলে, ভাতিজা মোস্তফা ও তার জামাই এ ব্যবসার সাথে জড়িত বলেও জানা গেছে।

এবিষয়ে জেলা ডিবি’র ইন্সপেক্টর মোঃ রুহুল আমিন জানান, রোকেয়ার কাছে কোন মাদক না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এঘটনায় তার ছেলে ফিরোজকে আটক ও মোস্তফাকে পলাতক আসামী করে মোহনপুর থানায় মাদকের মামলা রজু করা হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহা.তৌহিদুল ইসলাম বলেন, রোকেয়া একজন পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাকে ধরতে অনেকবার পুলিশী অভিযান পরিচালনা করা হয়েছে। কিন্তু সে বার বার কৌশলে পালিয়ে যায়।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!