

মোঃ রাসেল হোসেন, দৌলতপুর প্রতিনিধি
বহু জলপনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৪৭বছর পর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এই প্রথম স্বাস্থ্য কমপ্লেক্স সিজারিয়ান সেকশন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেন উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী ।
আজ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশনের উদ্বোধন করা হয় একটি প্রসুতি মায়ের সিজারের মাধ্যমে। যাকে অপারেশন করা হয় তার নাম হলো এজি অফিসের ছায়েদুল ইসলামের স্ত্রী তিন সন্তানের জননী মোছা:মমতাজ বেগম ( ২৫)।
অপারেশন কার্যক্রম শুরু করেন গাইনি কনসালটেন্ট ডাক্তার মুক্তি রানী সাহা। অপারেশন কাজে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের অবেদনবিদ ডা: উম্মে হানিফ তাসফিকা,শিশু বিশেষজ্ঞ ডা:রাজিবুর ইসলাম,সহকারী সার্জেন ডা:রাহিমাতুল ফেরদৌস খান নামিয়া,ওটি ইনচার্জ সিনিয়র নার্স শাহানাজ পারভীন, নার্সিং সুপার ভাইজার সিনিয়র নার্স স্বপ্না শিকদার, শারমীন,ফাতেমা প্রমুখ।
সফলভাবে অপারশেনে একটি কন্যা সন্তান জন্ম নেয়।এতে প্রসুতি মা ও নবজাতক সন্তান ভালো এবং সুস্থ্য আছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডা:শাহ আলম সিদ্দিকী।
এবিষয়ে নবজাতকের পিতা সায়েদুল ইসলাম বলেন পূর্বে আমার স্ত্রীর দুইটি ছেলে সন্তান রয়েছে।এবার একটি মেয়ে সন্তান পেয়ে খুবই খুশি হয়েছি। এখন আমার নবজাতক সন্তান ও আমার স্ত্রী সুস্থ্য আছেন।
এসময় অপারেশন শেষে গাইনি কনসালটেন্ট ডা: মুক্তি রানী সাহা সাংবাদিকদের বলেন প্রসুতি মা ও নবজাতক মেয়ে সুস্থ্য আছেন।আমার খুব ভালো লেগেছে প্রথম অপারেশন করে।
এবিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা:রাজিবুর ইসলাম বলেন নবজাতক শিশুটি সুস্থ্য আছেন।
উদ্বোধন শেষে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দুপুর ১টার দিকে স্বাস্থ্য বিভাগের হলরুমে সংবাদ সম্মেলন করেন উপজেলা স্বাস্থ্য প:প:কর্মকর্তা শাহ আলম সিদ্দিকী।
এসময় বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য বিভাগের অবেদনবিদ ডা: উম্মে হানিফ তাসফিকা,শিশু বিশেষজ্ঞ ডা:রাজিবুর ইসলাম,সহকারী সার্জেন ডা:রাহিমাতুল ফেরদৌস খান নামিয়া, প্রেসক্লাবের আহবায়ক মো:শাহ আলম ও সদস্য সচিব সালমান খান,সিনিয়র মো:মিজানুর রহমান মিন্টু মোল্লা প্রমুখ।