

কয়েক সপ্তাহের উত্তাপ শেষে কিছুটা স্থিতিশীল রাজধানীর কাঁচাবাজার। সিম, গাজর, শষা, টমেটো ছাড়া অন্য সবজির দাম রয়েছে নাগালের মধ্যে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।
তবে ঊর্ধ্বমুখী মাছের বাজার। বিক্রেতারা ১ কেজি ওজনের ইলিশের দাম হাঁকছেন ১৪০০ থেকে ১৫০০ টাকা। তাদের দাবি, সরবরাহ কম থাকায় এই বেশি দাম।
সপ্তাহের ছুটির দিনের কাঁচাবাজার কিছুটা স্থিতিশীল। সিম আর সালাদের উপকরণ টমেটো, শষা ছাড়া অন্য সবজি বিক্রি হচ্ছে আগের দামে।
হঠাৎ উত্তপ্ত হওয়া মুরগি আর ডিমের বাজারও আছে স্থিতিশীল। ডজনপ্রতি ১১৫ টাকায় ডিম পাচ্ছেন ক্রেতারা। আর ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।
তবে মাছের বাজারে লেগেছে আগুন। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও দাম কমার খবর নেই। উল্টো বাড়ছে অন্য মাছের দামও। যাতে ক্ষোভ ক্রেতাদের কণ্ঠে।
চাল বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। অন্যদিকে গরু, খাসির মাংসের দাম আছে অপরিবর্তিত।