

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জেলা তথ্য অফিস মানিকগঞ্জ এর আয়োজনে মাননীয় প্রধান মন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকর্ম,আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত মহিলা সমাবেশে তথ্য অফিসার জনাব মোহাম্মদ নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব মুহাম্মদ জামাল হোসাইন।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মিজ নাসরিন সুলতানা।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সহকারী তথ্য অফিসার জনাব মেহেদি হাসান সহ প্রমূখ।
মহিলা সমাবেশে বক্তারা বর্তমান সরকারের সাফল্য ও অর্জন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধ, ভিশন ২০৪১, যৌতুক, সাম্প্রদায়িক সম্প্রীত বজায়, গুজব ও অপপ্রচার প্রতিরোধ ইত্যাদি সামাজিক ইস্যুভিক্তিক বিস্তারিত আলোচনা করেন।