সোমবার, মে ২৯, ২০২৩

লালমনিরহাটে প্রায় ২০ হাজার লোকের চলাচলের রাস্তার বেহাল দশা।

[print_link]

আরিফুল ইসলাম,লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে প্রায় ২০ হাজার লোকের চলাচলের বেহাল দশা। সদর উপজেলার এয়ারপোর্ট সংলগ্ন দক্ষিন হাড়িভাঙ্গা, তালুক হারাটি,নামুড়ি হারাটি,বড়দরগা, খামার, আমবাড়ির প্রায় ২০হাজার জনগন যুগযুগ ধরে বিমান বাহিনির রাস্তা ব্যবহার করে আসছে। কিন্তু গত ১৪ই আগস্ট থেকে কোন পূর্ব ঘোষনা ছাড়াই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বিল ও পুকুরের এর উপর দিয়ে বিকল্প একটি রাস্তা দেওয়া হয় যা ব্যবহারে অনুপযোগী। পানির নিচে পরে থাকা এ রাস্তা দেখে বুঝার উপায় নাই এটি একটি রাস্তা। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া, পন্য পারাপারের কোন রকম ব্যবস্থা নেই।১০-১২কিলোমিটার রাস্তা ঘুড়ে শহরে যেতে হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ সকল দপ্তরে এলাকাবাসী আবেদন করলেও কোন ব্যবস্থা গ্রহন হয়নি। যত দ্রুত সম্ভব বিকল্প রাস্তাটি ব্যবহার উপযোগী করণের ব্যবস্থা গ্রহন করবেন সংশ্লিষ্ট মহলের কাছে এমনটাই দাবি করছেন এলাকাবাসী।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!