

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় উৎসবমূখর পরিবেশে অনলাইন সামাজিক সংগঠন আড়ানী ব্লাড ব্যাংকের ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১২ই সেপ্টেম্বর) সন্ধ্যায় আড়ানীতে অবস্থিত মুঞ্জু ডায়াগনস্টিক সেন্টারে, আড়ানী ব্লাড ব্যাংকের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঘা উপজেলা ব্যাপী যে সকল সামাজিক সংগঠন গুলো কাজ করছে, আমরা সকলে যেন ঐক্যবদ্ধ ভাবে, হিংসা বিভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে মানবতার কল্যাণে কাজ করে যেতে পারি। বক্তব্যে আরও উঠে আসে আমরা যেন মাদক মুক্ত আগামীর সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাঘা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ এ হাসান, তরুণ উদ্যোক্তা নতুন চেতনা ফাউন্ডেশন এর চেয়ারম্যান নুরুজ্জামান নাইম খান, কৃষি উদ্যোক্তা সোহেল রানা, বাউসা ব্লাড ব্যাংকের সভাপতি নাসির উদ্দিন, মাওলানা রমজান আলী, আড়ানী ব্লাড ব্যাংকের মডারেটর মমিনুল ইসলাম প্রমুখ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন,আড়ানী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি আশিক রহমান।