সোমবার, মে ২৯, ২০২৩

টাঙ্গাইলে কাভার্ড ভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

[print_link]

রাজিব হাসান নিপু , টাঙ্গাইল

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল এর দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় মহাসড়কের কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে বল্লভবাড়ী গ্রামের আশরাফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের মজিদ মিয়ার ছেলে সবুজ মিয়া (২৫)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন বন্ধু মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি যোকারচর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর পড়ে যায়। এসময় কাভার্ড ভ্যানটি মাটরসাইকেলের ওই দুই আরোহী চাপায় দেয়। এতে ঘটনাস্থ‌লে তা‌দের মৃত্যু হয়। পরে দূর্ঘটনা কবলিত কাভার্ডভ‌্যান‌টি পা‌লি‌য়ে গে‌ছে। এ ঘটনায় আহত অবস্থায় অপর জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তি‌নি আ‌রও জানান, আইনী প্রক্রিয়া শে‌ষে নিহতদের মর‌দেহ স্বজনদের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!