সোমবার, মে ২৯, ২০২৩

শাহজাদপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃত শিল্পীরা

[print_link]

রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শাহজাদপুরে ব্যস্ত সময় পার করছেন মৃত শিল্পীরা। কাঠ,খর,মাটি আর সূতা দিয়ে নিপুন হাতে তৈরি করছেন দূর্গা, লক্ষি,সরস্বতী, কার্তিক, গনেশ সহ নানা প্রতিমা। পূজার দিন যতই ঘনিয়ে আসছে শিল্পীদের কর্ম ব্যস্ততা ততই বাড়ছে। আগামী ১লা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ বছর দুর্গা পূজার শুভ সূচনা অনুষ্ঠিত হবে।

এ বছর মা দূর্গা আসছেন গজে চড়ে , যাবেন নৌকায় চড়ে। দেবীর আগমনে পৃথিবী হবে শান্তিময়, বিনাস হবে অশুভ শক্তির। শাহজাদপুর উপজেলার প্রাননাথ পুর নরিনা ও গাড়াদহ পাল পাড়া ঘুরে দেখা যায় প্রতিমা তৈরিতে পুরুষের পাশাপাশি মহিলা রাও কাজ করছেন কেউ কাঠ,খর,সূতা দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন, কেউবা নিপুন হাতে ফুটিয়ে তুলছেন দূর্গা,লক্ষী,গনেশ,কার্তিক সহ নানা প্রতিমা। প্রতিমা তৈরি শিল্পীরা বলেন, প্রতিমা তৈরি করেই আমাদের সারা বছরের সংসার চলে।

গত কয়েক বছর ধরে প্রতিমা তৈরি করার উপকরণ কাঠ,সূতা,পাট,খর এবং রং এর দাম বাড়লেও বাড়েনি প্রতিমার দাম। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সন্মানিত সভাপতি বাবু বিনয় কুমার পাল ও সাধারণ সম্পাদক বিমল কুন্ড বলেন, এ বছর শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন এবং১টি পৌরসভা সহ মোট ৯১ টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ-উপলক্ষ্যে ইতিমধ্যেই সমস্ত আয়োজন সম্পুর্ন হয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মানিক সরকার বলেন, এ বছর দুর্গা পূজা উৎসব মুখর করতে পৌর শাখার মন্ডব গুলোতে সব প্রস্তুতি সম্পুর্ন হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!