

আব্দুল আল রাকিব, মানিকগঞ্জ সদর প্রতিনিধিঃ
মানিকগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম মহীউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বুধবার দুপুর তিনটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মহীউদ্দিন।
এই সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদের সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা সহ ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় এই পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন সাধারণ সদস্য পদে ২৭ জন এবং সংরক্ষিত পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র দাখিল শেষ সময় ১৫ই সেপ্টেম্বর । মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ ই সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোট গ্ৰহণ ১৭ ই অক্টোবর । মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৮৯ জন।