সোমবার, মে ২৯, ২০২৩

মিয়ানমারের মর্টার শেল ছোড়ার ঘটনায় প্রতিবাদ

[print_link]

বান্দরবানের ঘুমধুমের কোনারপাড়া এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেলের আঘাতে এক রোহিঙ্গা নিহত ও সাতজন আহতের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

এ তথ্য নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের লে. কর্নেল ফয়জুর রহমান, পরিচালক অপারেশন।

তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। পরে আরও বিস্তারিত জানানো হবে।

এদিকে এ ঘটনায় সেখানকার এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার উখিয়া কুতুপালং কেন্দ্রে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় মিয়ানমার থেকে মোট তিনটি মর্টারশেল ছোড়া হয়। এর ২টি নোম্যান্সল্যান্ডে ও ১টি বাংলাদেশের ভেতরে বিস্ফোরিত হয়। এতে বান্দরবানের ঘুমধুমের কোনারপাড়া এলাকার এক রোহিঙ্গা নিহত ও সাতজন আহত হয়। আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীমান্ত ঘেঁষে টহল দিচ্ছে মিয়ানমারের জঙ্গী বিমান। চরম আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

এদিকে দুপুরে বাইশফাড়ি এলাকায় মাইন বিস্ফোরণে একজনের পা উড়ে যায়। তাকে বিজিবির তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরোও

আলোচিত সংবাদ

error: Content is protected !!