

মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রতিষ্ঠার ১২বছর পেরিয়ে একযুগ পূর্ণ করছে বর্ণন আবৃত্তি চক্র। আনন্দঘন পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণন আবৃত্তি চক্রের যুগপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।
শুক্রবার (২১ আক্টবর) সন্ধায় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শহীদ মিনারের পাদদেশে এই যুগপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সংগঠনটির সভাপতি ফারজানা খান পূনম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে-শাহওয়াজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাড. দিপক কুমার ঘোষ, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী নীনা রহমান, সাবেক কাউন্সিলর মোর্শেদা খান মিতু প্রমূখ উপস্থিত ছিলেন।
‘আমরা আনিব রাঙ্গা প্রভাত’ এই স্লোগান কে সামনে রেখে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নানা চরাই উৎরাই পেরিয়ে বর্ণনের পথ চলার এক যুগপূর্তি।