

আপনার ফেসবুক বন্ধু তালিকায় অনেক বন্ধু রয়েছে। তাদের অনেকেই হয়তো আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত নয়। এদের মধ্যে থেকে কেউ একজন আপনার অনিষ্ট করতে চাইল। ধরা যাক ফেসবুকের মাধ্যমে। তখন? আপনার ফেসবুক আইডি নিরাপদ রাখতে কি করবেন?
এ সম্পর্কে ফেসবুক নিরাপত্তা বিশ্লেষক রাকিবুল হাসান বেশ কয়েকটি দিক নির্দেশনা প্রদান করেছেন। এগুলোর মধ্যে উলেখযোগ্য কয়েকটি হলো-
১. ফেসবুক আইডির নাম,
জন্ম তারিখ ও সাল আপনার জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এর সাথে হুবহু মিল রাখবেন।
২. ফেসবুক আইডিতে একটি সক্রিয় নাম্বার ও জিমেইল যুক্ত রাখবেন।
৩.ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর সিকিউরিটি অন রাখবেন, সেই সাথে আইডিতে যুক্ত থাকা জিমেইল এরও টু ফ্যাক্টর সিকিউরিটি অন রাখবেন।
৪. টু ফ্যাক্টর অন করার পর রিকোভারি অপশন থেকে অগ্রীম কিছু কোড এর স্ক্রিনশট নিয়ে রাখবেন।
৫.ফেসবুক আইডির ইউজার নেম এক্সেস অফ রাখবেন।
৬.শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন।যেমনঃ Tom@L@006@H@sn%#
৭.প্রত্যেক বার ফেসবুকে লগইন করার পর লগইন ডিভাইস চেক করা ও অপরিচিত বা পূর্বের ডিভাইস গুলো রিমুভ করে দেয়া।
৮. ফেসবুকে অন্য কারো ডিভাইস দিয়ে লগইন করতে ভুলে গেলে তারাতারি নিজের ডিভাইস দিয়ে ফেসবুকে ঢুকে সিকিউরিটি সেটিং থেকে Recent Login গুলো দেখতে পারবেন যেই ডিভাইস গুলো আপনার না সেই গুলো থেকে লগআউট করে দিন।
৯. নিজের পরিচিত, বন্ধুদের কোনো পোস্ট এ মজার ছলে গা*লি/মারা*মারি বুঝায় এমন শব্দ ব্যবহার করে কমেন্ট না করা।এতে আপনার আইডি রেস্ট্রিকশন বা ডিজেবল হতে পারে।
১০. ফেসবুকে আপত্তিকর কিছু পোস্ট,শেয়ার না করা।
লিখেছেন
রাকিবুল হাসান
সিকিউরিটি রিসার্চার
CyberNetic