

রাজিব হাসান নিপু , টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
পুনরায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
জেলা বার সমিতির সভাপতি আব্বাছ উদ্দিন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন উজ্জল, অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান মনি, পিপি এস আকবার খান, এডভোকেট শামীমুল আক্তার শামীম প্রমুখ।
এ সময় বার সমিতির অন্যন্য নেতৃবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জোয়াহেরুল ইসলামকে বার সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর সমিতির সাবেক ও বর্তমান সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানায়।