

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে ০৩গ্রাম হেরোইনসহ ০২জন মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতি বার সন্ধায় উপজেলার ভুল জয়রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত মিঠুন রাজবংশী (২২) সদর উপজেলার চর বেওথা এলাকার সুশীল রাজবংশীর ছেলে এবং মোঃ মহিবুর রহমান (১৯) বোয়ালিয়া এলাকার ফরিদ হোসেন এর ছেলে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।