মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ প্রতিনিধি
“জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার” যৌবনের সম্মিলিত শক্তিই পারে সমাজের সকল প্রকার অনাচার দুরাচার কুসংস্কার দূর করতে। শত মণিষীর এই ধরনের মহান ব্রত ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সাংস্কৃতিক চেতনায় বিশ্বাসী সমাজের আদর্শ মানুষদের সংস্পর্শে থেকে একজন মিজানুর রহমান হদয় আজ যুব সমাজের আইকন।
মিজানুর রহমান হদয় মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সরুপাই গ্রামের একটি কৃষিভিত্তিক পরিবারে গত ১৫ নভেম্বর ১৯৯৬ সালে জন্মগ্রহণ করে। সে নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,নবগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও খানবাহাদুর আওলাদ হোসেন কলেজ থেকে ডিগ্রী :বি বি এস এবং সরকারি দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ থেকে স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে প্রচলিত সাধারণ চাকরির পেছনে না ঘুরে একজন উদ্যোক্তা ও সেচ্ছাসেবায় সমাজ পরিবর্তনে অনুঘটক হয়ে যুব শক্তিকে উজ্জীবিত করতে নিয়ামকের ভুমিকা পালন করছে। ছাত্র জীবন থেকেই হৃদয়ের মধ্যে লেখাপড়ার পাশাপাশি সেচ্ছাসেবী কাজ তীব্র সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যায়।
তাঁর সাংগঠনিক দক্ষতার মধ্যে উল্লেখযোগ্য হলো- সভাপতি ওপেন ফ্রেন্ডস্ ক্লাব,সরুপাই,( মাদক বিরোধী সংগঠন স্বরাষ্ট্র মন্ত্রানালয় কর্তৃক সম্মাননা স্বারক প্রাপ্ত)। প্রতিষ্ঠাতা সভাপতি আলোর পথ,নালী (শিশু শিক্ষা মূলক সংগঠন),মানিকগঞ্জ। সাবেক এস আর এম খানবাহাদুর আওলাদ হোসেন রোভার স্কাউট গ্রুপ,আর এম সৃজন ওপের রোভার স্কাউট, সাবেক সমন্বয়ক ইয়ূথ গ্রীণ ক্লাব (পরিবেশ বিষয়ক সংগঠন) ও প্রচার সম্পাদক মানিকগঞ্জ রিপোর্টস ইউনিটি, সমন্বয়ক মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম,মানিকগঞ্জ। উপদেষ্টা হেল্প ফর চাইল্ড বিডি,সদস্য আশক ফাউন্ডেশন,মানিকগঞ্জ। সাবেক সমন্বয়ক ইয়ূথ এন্ডিং হাঙ্গার (দেবেন্দ্র কলেজ শাখা),প্রচার সম্পাদক মানুষের পাশে ইত্যাদি।
সমাজে একজন মিজানুর রহমান হদয় দীর্ঘদিন ধরে পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক কাজে যোগদানসহ সমাজের প্রান্তিক মানুষের পাশে থাকার লক্ষ্যে ও সামাজিক অবক্ষয় দূরকরণে বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে সামাজিক অনাচার দুরাচার, কুসংস্কার দূর করে মুক্তিযুদ্ধের চেতনার মশাল হাতে নিয়ে একটা বহুত্ববাদী ন্যায্যতার সমাজ বিনির্মানে মিজানুর রহমান হদয় নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে।
এছাড়াও হদয় ও তার টিম আজীবন মানুষের পাশে থাকার ব্রত নিয়ে একটা সামাজিক সহিংসতা বিরোধী জাগরণ ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।